বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হবে তাজমহল, হুমকি!!

অনলাইন প্রতিনিধি :-আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেলে হুমকি দিতেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে। সাথে সাথেই হাই অ্যালার্ট জারি করা হয়।শুরু হয় তল্লাশি। তবে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশির পরেও সন্দেহজনক কোনো কিছুই মেলেনি। শনিবার সকাল ৭ টায় অজ্ঞাত পরিচয় সাব্বাকু শঙ্করের ইমেল আইডি থেকে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ এবং দিল্লি পুলিশের কাছে হুমকি আসে ৷ সেখানেই দাবি করা হয় বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ তাজমহল আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হবে সৌধস্মৃতি তাজমহল। পুলিশি তদন্তে উঠে আসে কেরল থেকে ওই ইমেলটি করা হয়েছে ৷ এরপরই তাজমহল প্রাঙ্গণে হাই অ্যালার্ট জারি করা হয় ৷