August 3, 2025

বিশ্ব মৃত্তিকা দিবসে সেমিনার!!

 বিশ্ব মৃত্তিকা দিবসে সেমিনার!!

অনলাইন প্রতিনিধি :-ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কৃষি বিভাগ এবং কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে “মাটির যত্ন নেওয়া: পরিমাপ, মনিটর, পরিচালনা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বৃহস্পতিবার অরুন্ধতীনগর কৃষি কেন্দ্রে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি বলাই গোস্বামী তাছাড়া উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ রাজ্যের কৃষকরা। বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী বলেন, নিজেদের জীবন রক্ষা করতে গিয়ে মাটিকে কিভাবে রক্ষা করতে হবে পাশাপাশি কিভাবে মাটির যত্ন নিতে হবে সেসব বিষয় আজকের এই সেমিনার। সকলকে লক্ষ্য রাখতে হবে এ মাটির উপরে আমাদের জীবন নির্ভরশীল অতএব এ মাটিকে আমরা যেন বিভিন্ন সার ব্যবহার করে নষ্ট না করি পাশাপাশি মাটির যেন আমরা যত্ন নেই এই আহ্বানও রাখেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *