August 2, 2025

বিরাট কোহলির বিরুদ্ধে থানায় এফআইআর!!

 বিরাট কোহলির বিরুদ্ধে থানায় এফআইআর!!

অনলাইন প্রতিনিধি :-কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী এএম বেঙ্কটেশ ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। অভিযোগ, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন। পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও কেন উৎসব চালিয়ে যাওয়া হল এই প্রশ্ন তুলেছেন তিনি। প্রত্যুত্তরে কাবন পার্ক থানার তরফে জানানো হয়েছে, বেঙ্কটেশের অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তবে এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। সুত্রে খবর, অনুষ্ঠানের পরেই স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনে চলে গিয়েছেন বিরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *