জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
বিমান আকাশে পৌঁছতেই ওয়েল প্রেশার ‘শূন্য!!
অনলাইন প্রতিনিধি :- সোমবার এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে মুম্বইগামী ফ্লাইট এআই৮৮৭ AI887-এ সমস্যা দেখা দেয়। রাত ৩টে ২০ মিনিট নাগাদ বিমানটি ছাড়ে। এরপরই পাইলট লক্ষ্য করেন যে ডান দিকের ইঞ্জিন, যা দ্বিতীয় ইঞ্জিন হিসাবে কাজ করে, তার ওয়েল প্রেসার অস্বাভাবিক কম। দেখতে দেখতেই চোখের নিমেষে ওয়েল প্রেসার শূন্য হয়ে যায়। তড়িঘড়ি পাইলট বিমানটিকে মাঝপথ থেকে ঘুরিয়ে জরুরি অবতরণ করান। ফলে রক্ষা পায় শতাধিক প্রান।