হিমালয়ান ব্ল্যাক বিয়ার আতঙ্কে জুবুথুবু কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত এলাকার বাসিন্দারা!!
বিমানে কেনা নরম পানীয়ে ধাতব টুকরো!

অনলাইন প্রতিনিধি :- সোমবার সন্ধ্যায় স্পাইসজেটের গোয়া থেকে পুণেগামী এসজি-১০৮০ বিমানে অভিজিৎ ভোঁসলে নামে মহারাষ্ট্রের আউন্ধের বাসিন্দা বন্ধুদের সঙ্গে গোয়া থেকে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার কিছু ক্ষণ পর বিমাটি ওড়ার মিনিট পনেরোর পর যাত্রীদের জলখাবার পরিবেশন করতে শুরু করেন কেবিন ক্রু-রা। সে সময়েই নরম পানীয়ের একটি ক্যান কেনেন অভিজিৎ। সঙ্গে কেনেন বাদামও। এর পরেই বাধে বিপত্তি! অভিজিতের কথায়, ‘‘পানীয়ে কয়েক চুমুক দেওয়ার পরেই গলায় জ্বালা অনুভব করি। যত চুমুক দিতে থাকি, জ্বালা আরও বাড়ছিল। কিছু ক্ষণের মধ্যে পেটেও অসহ্য ব্যথা শুরু হয়।’’ শেষমেশ হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।
একই বিমানে ছিলেন অভিজিতের বন্ধুরাও। তাঁরা বলছেন, পরীক্ষা করতেই ওই পানীয়ে বেশ কয়েকটি ধারালো ধাতব টুকরো পাওয়া যায়। বিমানকর্মীদের সামনেই ক্যান থেকে পানীয় ঢেলে তাঁরা দেখেন, তাতে ভাসছে ছোট ছোট ধাতুর টুকরো। অভিযোগ, তাঁরা প্রমাণ হিসাবে ক্যানটি তাঁদের কাছে রাখতে চাইলে তাতে রাজি হননি বিমানকর্মীরা। বরং তাঁদের কাছ থেকে ক্যানটি কেড়ে নেওয়া হয়।