December 11, 2025

বিমানভাড়া অস্বাভাবিক,কলকাতায় আটক রাজ্যের বহু মানুষ, দুর্ভোগ চরমে!!

 বিমানভাড়া অস্বাভাবিক,কলকাতায় আটক রাজ্যের বহু মানুষ, দুর্ভোগ চরমে!!

অনলাইন প্রতিনিধি :-বিমানভাড়া আবারও চড়া নেওয়া হচ্ছে।গত ক’দিন ধরেই বিমানে কলকাতা থেকে আগরতলায় আসতে বিমান টিকিট দুর্মূল্য হয়ে দাঁড়িয়েছে। এই রুটে শুধু ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চালু রয়েছে। কলকাতা থেকে আসতে প্রতি টিকিটে ন্যূনতম পাঁচ হাজার টাকা, সাড়ে পাঁচ হাজার টাকা এবং ছয় হাজার টাকা ও তার বেশি টাকা নেওয়া হচ্ছে। যেখানে কিছুদিন আগেও কলকাতা থেকে আগরতলায় আসতে তিন হাজার-সাড়ে তিন হাজার টাকার মধ্যে টিকিট মিলত। কিন্তু গত কয়েক দিন ধরে বিমান সংস্থাগুলি যাত্রীর পকেট কাটতে আচমকাই ভাড়া তথা টিকিটের মূল্য যথেচ্ছভাবে বাড়িয়ে দিয়েছে। আগরতলা থেকে বিমানে কলকাতায় যেতেও গত কয়েকদিন ধরে টিকিটের মূল্য চড়া নেওয়া হচ্ছে। পাঁচ হাজার টাকা বা এর কাছাকাছি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে। বিমানভাড়া খুব চড়া নেওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কলকাতা থেকে আগরতলায় আসতে। বিমান টিকিটের অস্বাভাবিক চড়া মূল্যের কারণে এত টাকা দিয়ে টিকিট নিতে অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন। কলকাতা থেকে বিকল্প ব্যবস্থায় ট্রেনে আসতে চাইলেও সাধারণ ক্লাস বাদে ট্রেনের টিকিট মিলছে না। কলকাতা-আগরতলা রুটে প্রতিদিন পর্যাপ্ত সংখ্যক ট্রেন না থাকায় যাতায়াতে এই সমস্যা দেখা দিয়েছে। এই রুটে প্রতিদিন এখনও দ্রুতগতি সম্পন্ন বহু কামরাবিশিষ্ট আধুনিক ট্রেন না চলাচল করায় রাজ্যের মানুষের কলকাতা বা বহি:রাজ্যে যাতায়াতে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও উত্তর-পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরার সঙ্গে কলকাতার ট্রেন চলাচল ব্যবস্থার প্রচণ্ড অপ্রতুলতায় রাজ্যের মানুষের দুর্ভোগ কেবল বাড়ছে। আর সেই কারণে রাজ্যের মানুষ কলকাতা ও কলকাতা হয়ে বহি:রাজ্যে যাতায়াতে বাধ্য হয়ে বিমানের উপর নির্ভর হয়ে পড়ছেন। সেই সুযোগে বিমান সংস্থাগুলিও প্রায় সারা বছরই বিমান টিকিটের চড়া মূল্য, অস্বাভাবিক মূল্য নিচ্ছে। ট্রেনে যাতায়াতে ভাড়া খুব কম ও যাত্রীর সাধ্যের মধ্যে থাকছে। কিন্তু রাজ্যবাসী কলকাতা-আগরতলা রুটের উভয় দিকে ট্রেনে যাতায়াতে ট্রেনের স্বল্পতায় টিকিট সংকটে সবসময় এই সুযোগ পাচ্ছেন না। বাধ্য হয়ে খুব চড়া ও আগুন ভাড়া দিয়ে রাজ্যবাসীকে বিমানে এই রুটে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু কলকাতা সহ বহি:রাজ্যে যাতায়াতে অপর্যাপ্ত ও বেহাল ট্রেন পরিষেবায় পাশাপাশি বিমান সংস্থাগুলিও সেই সুযোগে ভাড়া যথেচ্ছ বৃদ্ধি করে রাখায় রাজ্যের অসহায় যাত্রীর পকেট কাটছে বলে রাজ্যবাসীর অভিযোগ। রাজ্যবাসীর প্রশ্ন অবর্ণনীয় দুর্ভোগ যন্ত্রণা লাঘবে কোথায় কেন্দ্রীয় সরকার, কোথায় রাজ্য সরকার। লাগাম ছাড়া বিমান ভাড়া নেওয়ায় ও বিকল্প ব্যবস্থায় ট্রেন টিকিটের সংকটের কারণে রাজ্যের বহু মানুষ কলকাতায় আটকে রয়েছেন। বেসরকারী হোটেল, আত্মীয়ের বাড়ি, ত্রিপুরা ভবনে বহু মানুষ আগরতলায় আসার অপেক্ষায় আটকে আছেন বলে কলকাতায় আটক ক্ষুব্ধ মানুষ টেলিফোনে এই অভিযোগ করছেন। অনেক রোগী সুস্থ হয়ে আগরতলায় ফিরতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *