September 2, 2025

বিমানবন্দর-আইজিএম,সাফাই কর্মী ছাঁটাই ঘিরে তুলকালাম!!

 বিমানবন্দর-আইজিএম,সাফাই কর্মী ছাঁটাই ঘিরে তুলকালাম!!

অনলাইন প্রতিনিধি :- রাজধানীর আইজিএম হাসপাতাল ও এমবিবি আগরতলা বিমানবন্দরে নতুন দায়িত্ব সাফাই কাজের আউটসোর্সিং সংস্থা আগের গরিব, দুঃস্থ সাফাই কর্মীদের কাজ থেকে ছাঁটাই করার ঘটনা ঘিরে সোমবার দুই জায়গায়ই বঞ্চিত, ক্ষুব্ধ সাফাই কর্মীরা আন্দোলনে শামিল হয়। আন্দোলন ঘিরে বিমানবন্দরে ধস্তাধাস্তি, মারপিটের ঘটনা না ঘটলেও আইজিএম হাসপাতালে ঘটেছে। তিন সাফাই কর্মী আহত হন। হাসপাতালে সাতসকালে বিএমএসের ব্যানারে সাফাই কাজে বঞ্চিত সাফাই কর্মীরা হাসপাতাল গেটের কাছে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ ধরনা শুরু করলে কিছুক্ষণের মধ্যে আগের সাফাই কর্মী ও নতুন দায়িত্বপ্রাপ্ত আউটসোর্সিং সাফাই কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি তারপর প্রচণ্ড বচসা ও উত্তেজনা দেখা দেয়। মুহূর্তের মধ্যে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি ও মারপিট বেঁধে যায়। তাতে এক মহিলা শ্রমিকের মুখে কিল-ঘুষি মারলে তিনি বেশ জখম হন। আরও দুই শ্রমিকও মারপিটে কিছুটা আঘাত পান। সকাল সাতটা সাড়ে সাতটায় হাসপাতালে এই ঘটনা ঘিরে চিৎকার, ছোটাছুটি প্রচণ্ড উত্তেজনা দেখা দেয়। হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়রা হাসপাতালের এই অরাজক ও অশান্তি দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পশ্চিম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে।পরিস্থিতি শামাল দেয়। দীর্ঘক্ষণ পরে হাসপাতালে এই অরাজকতা ও তান্ডবের অবসান ঘটে আগের সাফাই কর্মীদের কাজে নেওয়া হবে বলে নতুন আউটসোর্সিং সংস্থার তরফে প্রতিশ্রুতি দেওয়ায়। হাসপাতালে এই অশান্তির ঘটনায় সকালের দিকে হাসপাতাল সাফাইর কাজ প্রচন্ডভাবে বিঘ্নিত হয়। সকালে শৌচাগার পরিষ্কার না করায় রোগীরা চরম দুর্ভোগে পড়েন। একটু বেলা বাড়লে দুপুরের দিকে হাসপাতাল সাফাইর কাজ শুরু হয়। হাসপাতাল মেডিকেল সুপার ডা. দেবশ্রী দেববর্মা জানান, দুই আউটসোর্সিং সংস্থার মধ্যে আলোচনার পর উদ্ভুত সমস্যার সমাধান হয়। নতুন আউটসোর্সিং সংস্থা সূত্রে জানা গেছে, নতুন ও পুরানো সব সাফাই কর্মী কাজ করতে পারবে। এদিকে, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি রাতে জানান, ঘটনায় এক মহিলা সাফাই কর্মী সহ তিনজন আহত হন। কারোর আঘাত গুরুতর নয়। তিনি আরও জানান, মারপিটের ঘটনায় যুক্তদের চিহ্নিত করা হচ্ছে। অন্তত ছয়-সাতজন মারপিটের ঘটনার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা থেকে নোটিশ দিয়ে ডাকানো হবে বলেও থানার ওসি জানান।
এদিকে, এমবিবি আগরতলা বিমানবন্দরেও নতুন দায়িত্বপ্রাপ্ত আউটসোর্সিং সংস্থাও পুরুষ ও মহিলা মিলে আগের অনেক সাফাই কর্মীকে কাজ থেকে রবিবার ছাঁটাই করেছে। বিমানবন্দর টার্মিনাল ভবনে অনেক বছর ধরে সাফাই কাজ করছেন তারা। কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত আউটসোর্সিং সংস্থার তরফে উদ্ভট ও মর্জিমাফিক নিয়ম চালু করে তেতাল্লিশ বছর বয়সের উপর শ্রমিকদের কাজে আর না নেওয়ার কথা জানিয়ে দিয়ে ছাঁটাই করা হয়। তাতে দীর্ঘদিনের সাফাই কর্মী যাদের ছাঁটাই করা হয় রুটিরোজগারের প্রশ্নে চরম বিপাকে ও দুর্ভোগে পড়েন। সোমবার জানানো হয়, সাতাশজন কর্মী কাজ করতে পারবেন না। শ্রমিক-কর্মচারীর চাকরি ও কাজের অবসরের বয়স ষাট বছর সরকারী নিয়মনীতি থাকলেও নতুন দায়িত্বপ্রাপ্ত আউটসোর্সিং সংস্থা তা মানতে রাজি না। সোমবার ছাঁটাইয়ের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সাফাই কর্মীরা বিমানবন্দর অধিকর্তার অফিসের সামনে বেলা দশটা থেকে একটা পর্যন্ত বিক্ষোভ, ধরনা আন্দোলন সংঘটিত করেন। বিমানবন্দরে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাসও। তিনিও তাদের কাজ থেকে ছাঁটাই না করার জন্য নতুন আউটসোর্সিং সংস্থার স্থানীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান। ডা. দাস বিমানবন্দর অধিকর্তার সঙ্গেও মিলিত হয়ে তাদের সকলকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য দাবি জানান। ছাঁটাইয়ের ফলে গরিব ও দুঃস্থ সাফাই কর্মীরা পুজোর মুখে এখন অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।
এদিকে, ক্ষুব্ধ আন্দোলনকারী ও বিমানবন্দরের সঙ্গে যুক্ত অনেকেই আউটসোর্সিং সংস্থার দুই কর্মকর্তা অনির্বান ঘোষ ও সোলাঙ্কি সাহার বিরুদ্ধে বিষয়টি জটিল করার জন্য আঙুল তুলেছেন।রাজ্য শ্রম দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *