August 2, 2025

বিপ্লবকে পেয়ে বাধ ভাঙ্গা উছ্বাস রিয়াং শরনার্থীদের

 বিপ্লবকে পেয়ে বাধ ভাঙ্গা উছ্বাস রিয়াং শরনার্থীদের

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মিজোরাম থেকে আসা স্থায়ী পূনর্বাসন প্রাপ্ত রিয়াং শরনার্থীদের দেখতে শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব উত্তর জেলার দামছড়াস্থিত কাহামতাই পাড়া স্থায়ী শিবিরে যান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রিয়াং শরণার্থীদের মধ্যে বাঁধভাঙ্গা উছ্বাস দেখা যায় । উল্লেখ্য, গত ২৩ বছর ধরে রিয়াং শরনার্থীরা দুর্বিষহ জীবন কাটিয়েছে। ২০১৮ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিপ্লব কুমার দেবের উদ‍্যোগেই মিজোরাম থেকে আসা রিয়াং শরনার্থীরা স্থায়ী ঠিকানা পায়।

কাহামতাইপাড়া এলাকায় স্থায়ী পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরনার্থীরা সরকারি অনুদান, স্বাস্থ্য পরিষেবা, রেশন ঠিকভাবে পাচ্ছে কিনা তা দেখার জন্যই শ্রীদেব স্থায়ী পূনর্বাসন প্রাপ্ত এলাকাটি শুক্রবার পরিদর্শন করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার ডেপুটি স্পীকার বিশ্ববন্ধু সেন,বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক মলিনা দেবনাথ, উত্তর জেলাশাসক, কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমার দুই মহকুমা শাসক এবং জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। শ্রীদেব কামতাহাইপাড়া স্থায়ী শিবিরে প্রায় দেড় ঘন্টা অতিবাহিত করেন। বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন। কথা বলেন তাদের সাথে। পুনর্বাসন কেন্দ্রেই অন্যান্যদের সাথে বসে খাওয়া দাওয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *