October 24, 2025

বিনিয়োগের প্রসারে তৃতীয় বৈঠক,মুখ্যমন্ত্রীর খসড়া প্রতিবেদনে প্রশংসা ডোনার মন্ত্রী সিন্ধিয়ার!!

 বিনিয়োগের প্রসারে তৃতীয় বৈঠক,মুখ্যমন্ত্রীর খসড়া প্রতিবেদনে প্রশংসা ডোনার মন্ত্রী সিন্ধিয়ার!!

অনলাইন প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহাকে আহ্বায়ক করে বিনিয়োগের প্রসারে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মেশন কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত ভার্চুয়ালি এই বৈঠকে কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং, মেঘালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনীয়ারিং দপ্তরের মন্ত্রী মারকুইজ মারাকও উপস্থিত ছিলেন। রাজ্য থেকে এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া ছিলেন সাধারণ প্রশাসন (গুড গভর্নেন্স) দপ্তরের সচিব কিরণ গিত্তে, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, পরিকল্পনা দপ্তরের সচিব এল টি ডার্লং সহ অন্য পদস্থ আধিকারিকরা।
বৈঠকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের প্রসারে টাস্কফোর্সের গৃহীত কৌশলগত ও নীতিমালা সুপারিশের জন্য খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন।
এরপরই কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার)-এর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই খসড়া প্রতিবেদনের ক্ষেত্রে বিস্তৃত প্রস্তুতি, সুসংগঠিত পদ্ধতি এবং দূরদর্শিতার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার ভূয়সী প্রশংসা করেন। খসড়া প্রতিবেদন তৈরিতে সমন্বিত পরিকল্পনারও প্রশংসা করেন তিনি। স্টেক হোল্ডারদের সাথে বিস্তৃতভাবে পরামর্শ, থ্রাস্ট সেক্টর চিহ্নিতকরণ এবং স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক শিল্প উন্নয়নের উপর এই খসড়া প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সম্মিলিত শক্তি, কেন্দ্রীয় সরকারের সহায়তা এই অঞ্চলকে প্রধান বিনিয়োগের গন্তব্য হিসাবে পরিণত করবে, যা অ্যাক্ট ইস্ট পলিসি এবং বিকশিত ভারত ২০৪৭ দৃষ্টিভঙ্গির সাথে সমন্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *