August 2, 2025

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রায়পাড়া!

 বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রায়পাড়া!

অনলাইন প্রতিনিধি :-বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল গোটা পাড়ার মানুষ। গোলাঘাটি বিধানসভা জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের চরম সমস্যা কিন্তু সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর তাদের এই সমস্যার সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জানা গেছে বিদ্যুতের কোনো সমস্যা হলে বিদ্যুৎ কর্মীরা পাড়ার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে। কখনো বলা হয় গাড়ি নেই, কখনো বলা হচ্ছে গাড়ি আসবে কিন্তু গাড়ির জ্বালানির খরচ দিতে হবে আবার কখনো বলা হয় তাদের নাকি সময় নেই। এই সমস্যা একদিন দুই দিনের নয় দীর্ঘদিনের এই বিদ্যুৎ সমস্যা। গত ৪-৫ দিন আগে জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়ার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। যার ফলে পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে। বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প মেশিন বন্ধ যার ফলে কোটা পাড়ার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছেন না। অতএব সব মিলিয়ে বিদ্যুতের যন্ত্রণায় গোটা পাড়ার মানুষ অস্থির হয়ে উঠেছে। পরে বাধ্য হয়ে রায় পাড়ার মানুষ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ তারা টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করে যার ফলে বিদ্যুতের এই নাজেহাল অবস্থা কোনভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাই রায় পাড়ার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের পাড়ার এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *