August 2, 2025

বিদ্যুৎ, পানীয় জল ও সড়কের দাবিতে বিক্ষোভ!!

 বিদ্যুৎ, পানীয় জল ও সড়কের দাবিতে বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-জীবন যন্ত্রনায় অতিষ্ঠ মানুষ। প্রশাসনে বার বার জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। বিদুৎ পরিবাহী তার রয়েছে , রয়েছে বিদ্যুৎ খুঁটি কিন্তু প্রায় সময়ই থাকছে না বিদ্যুৎ। দিনের পর দিন কাটছে বিদ্যুৎ ছাড়া। পানীয় জলের সমস্ত স্থানীয় উৎস কুয়াগুলি প্রচন্ড গরমে জল স্তর নিচে নেমে শুকিয়ে গিয়েছে। এখন পানীয় জল একমাত্র উৎস দফতরতের সাপ্লাই পাইপ লাইন। কিন্তু বিদ্যুৎ না থাকায় মিলছে না জলও। এদিকে স্থানীয় বাজারে বিদ্যুতের একটি কল অফিস স্থাপন করার দাবি দীর্ঘদিনের। কিন্তু সেটাও হচ্ছে না। ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের করতে তাদের আসতে হচ্ছে দূর্গা শান্তি বাজারে । কিন্তু দুর্গাচৌমুহনী থেকে কচুছড়া পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়েও কাজ হচ্ছে না। ফলে এই তিন দাবি নিয়ে বুধবার এলাকার মানুষজন সকাল পথ আটকে বিক্ষোভে সামিল হন কমলপুরের জামথুম এলাকায়। তাদের দাবি, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। এই বিক্ষোভের ফলে রাস্তার দুই দিকে আটকে পড়ে মানুষ সহ যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন দূর্গা চৌমুহনী ব্লকের আধিকারিকগণ । ছুটে গেছে পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *