দেশি-বিদেশিদের উপচে পড়া ভিড়,আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জম্পুই!!
বিদ্যুৎ নিগমের উদ্যোগে সোলার টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু!!
অনলাইন প্রতিনিধি :-নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে রাজ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্যের পালক যোগ করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার সফল বাস্তবায়নে ইতিমধ্যেই রাজ্য পাঁচ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছুঁতে চলেছে। এখন লক্ষ্য আরও বড় পরিসরে যেন প্রতিটি গ্রাহক নিশ্চিন্তে, নিরাপদে এবং ঝামেলাহীনভাবে এই সুবিধা উপভোগ করতে পারেন। সেই কারণেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড জিআইজেড-এর সহযোগিতায় মাঠ পর্যায়ের টেকনিশিয়ানদের দক্ষতা বাড়াতে দুইদিনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের মিলনায়তনে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ সচিব অভিষেক সিং। উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু এবং ট্রেডার ভারপ্রাপ্ত মহা নির্দেশক দেবব্রত শুক্ল দাস। মোট ৪৫ জন টেকনিশিয়ানকে নিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণের লক্ষ্য একটাই- রুফটপ সোলার স্থাপন ও রক্ষণাবেক্ষণে এমন দক্ষতা তৈরি করা, যাতে গ্রাহকরা কখনো অসুবিধায় না পড়েন। বরং আরও আস্থা ও আগ্রহ নিয়ে যোজনার সঙ্গে যুক্ত হন।উদ্বোধনী বক্তব্যে বিদ্যুৎ সচিব পরিষ্কার করে দেন যে মানুষের সন্তুষ্টিই শেষ কথা। সকল সমস্যা যেন দক্ষ হাতে সমাধান হয়- এটাই তার মূল বার্তা। ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুও বলেন, টেকনিশিয়ানদের দক্ষতা এবং আচরণই নির্ধারণ করবে ভবিষ্যতে আরও কত মানুষ এই যোজনার দিকে এগিয়ে আসবেন।এই প্রশিক্ষণের পেছনে রয়েছে জিআইজেড-এর আন্তর্জাতিক অভিজ্ঞতা। সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বে সৌর পিভি সিস্টেমের অপারেশন ও মেইনটেনেন্স নিয়ে প্রশিক্ষণ উপকরণ, কারিকুলাম এবং নীতিমালা তৈরি করে থাকে। এই নির্দেশিকাগুলোতে সিস্টেমের মনিটরিং, নিরাপত্তা,প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে জটিল ত্রুটি নির্ণয়- সব কিছুই বিস্তারিতভাবে সাজানো থাকে। রাজ্যের বিভিন্ন ভেন্ডারদের সঙ্গে যুক্ত থাকা টেকনিশিয়ানদের জন্য আয়োজিত প্রশিক্ষণেও সেই মান বজায় রাখা হয়েছে। সৌর প্রযুক্তির ভিত্তি, ইনভার্টার-ব্যাটারি-কন্ট্রোলারসহ সিস্টেম উপাদানগুলোর কাজ, নিরাপত্তা বিধি, ইনস্টলেশন পদ্ধতি, কমিশনিং, পারফরম্যান্স মনিটরিং এবং ত্রুটি সমাধান- সবই থাকছে দুই দিনের পাঠ্যসূচিতে। উল্লেখ্য, এর আগে আগরতলার প্রজ্ঞা ভবনে জিআইজেড-এর সহায়তায় নিগমের ৫৩ জন ম্যানেজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীদিনে আরও ম্যানেজার, ভেন্ডার এবং টেকনিশিয়ানদের একইভাবে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনকী প্রকৃত ভোক্তারা যারা বাড়িতে সোলার প্যানেল স্থাপন করেছেন- তাদের জন্যও আলাদা প্রশিক্ষণ আনার কথা জানিয়েছেন বিশ্বজিৎ বসু।