August 3, 2025

বিদ্যাজ্যোতি প্রকল্ল শিক্ষা বিরোধী!!

 বিদ্যাজ্যোতি প্রকল্ল শিক্ষা বিরোধী!!

রাজ্যের অন্য সরকারী বিদ্যালয় গুলির তুলনায় বিদ্যা জ্যোতি প্রকল্পের অন্তর্গত বিদ্যালয় গুলিতে ছাত্রছাত্রীদের অত্যধিক হারে বিভিন্ন ফি ধার্য্য করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এরই প্রতিবাদে শুক্রবার যুব কংগ্রেস ও এনএসইউআই শিক্ষা দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বর্ধিত ফ্রি প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষা দপ্তরে বিক্ষোভ প্রদর্শন চলবে। যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলাম বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে বিদ্যা ব্যবসা করছে রাজ্যের বিজেপি সরকার।

যে হারে ফি বৃদ্ধি করা হয়েছে, তার সাথে ওই সব বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের অভিভাবকদের আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
অবিলম্বে এই বিদ্যা ব্যবসা বন্ধ করার আহ্বান জানায় যুব কংগ্রেস ও এন এস ইউ আই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *