August 1, 2025

বিজয় দিবসে সেনাদের জন্য রাজ্যেও, ভার্চুয়ালি আইনসেবা ক্লিনিকের উদ্বোধন করলেন বিচারপতি সূর্য!!

 বিজয় দিবসে সেনাদের জন্য রাজ্যেও, ভার্চুয়ালি আইনসেবা ক্লিনিকের উদ্বোধন করলেন বিচারপতি সূর্য!!

অনলাইন প্রতিনিধি :-ভারতীয় সেনা ও তাদের পরিবারের সদস্যদের আইনি সহযোগিতার জন্য নালসা বীর পরিবার সহায়তা যোজনা,২০২৫ প্রকল্পের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে দেশের অন্য রাজ্যগুলির সঙ্গে শনিবার ত্রিপুরায়ও সৈনিক বোর্ডে আইনসেবা ক্লিনিকের ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে। রাজ্যে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন আর্মি, নৌ বাহিনী ও বিমানবাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন। জম্মু কাশ্মীরে জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের আঞ্চলিক সম্মেলনে দেশব্যাপী ক্লিনিকের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভচেয়ারম্যান বিচারপতি সূর্য কান্ত।তিনি ভাষণে দেশের বীর সেনাদের উদ্দেশে বলেন, আপনারা সীমান্তে দেশের সেবা করুন। আমরা আপনাদের পরিবারের যত্ন নেব। বিচারপতি শ্রীকান্ত বলেন, দুরবর্তী এবং দুর্গমস্থানে নিযুক্ত সৈনিকরা তাদের পারিবারিক বা সম্পত্তি বিরোধ, অথবা জমি সংক্রান্ত আইনি মামলাগুলি সমাধান করতে অসুবিধার সম্মুখীন হন। আইনসেবা কর্তৃপক্ষ এই ধরনের বিষয়ে হস্তক্ষেপ করবে, যাতে সারা দেশের আদালতে সৈন্যদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। বিচারপতিক সূর্য কান্ত মন্তব্য করেছেন যে, দেশ রক্ষাকারী সৈনিকরা যাতে আইনি সংকট মোকাবিলায় একা না পড়েন, তা নিশ্চিত করার জন্য আইন সেবা কর্তৃপক্ষকে তার ভূমিকা পালন করতে হবে। এই প্রকল্পে সীমান্তরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর কর্মীদেরও সহায়তা প্রদান করা হবে। এ দিন জম্মু কাশ্মীরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিন্হা প্রমুখ। এদিকে, রাজ্য সৈনিক বোর্ডে আইনসেবা ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী, উপ-সচিব অনিন্দতা দেবরায়, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব অমরজিৎ দে, রাজ্য সৈনিক বোর্ডের অধিকর্তা ক্যাপ্টেন পরমজিৎ সিং প্রমুখ। শুরুতে স্বাগত ভাষণ পেশ করেন বিচারক অমরজিৎ দে। পরে আলোচনা করেন আইনজীবী তাপস দেববর্মা। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানান, সেনা কর্মী, প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে উপযুক্ত আইনি পরিষেবা প্রদানের লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে সৈনিক বোর্ডগুলিতে আইন সেবা ক্লিনিকে প্রশিক্ষিত অধিকার মিত্র থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *