August 2, 2025

বিজেপি’র দ্বিতীয় ইনিংস শুরু,শপথ নিলেন মুখ্যমন্ত্রী সহ ৮ মন্ত্রী

 বিজেপি’র দ্বিতীয় ইনিংস শুরু,শপথ নিলেন মুখ্যমন্ত্রী সহ ৮ মন্ত্রী

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ নিলো দ্বিতীয় বিজেপি- আই পি এফ টি জোট সরকারের কেবিনেট মন্ত্রীরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব। বুধবার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ছাড়া আরও আটজন মন্ত্রী। তিনটি মন্ত্রীপদ খালি রাখা হয়েছে। সম্ভমত এই তিনটি মন্ত্রীপদ তিপ্রামথার জন্য খালি রাখা হয়েছে। বুধবার যারা শপথ নিয়েছেন তারা হলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, রতনলাল নাথ, প্রনজিত সিংহ রায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, বিকাশ দেব্বর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া, সুধাংশু দাস এবং টিংকু রায়। পুর্বের মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন রামপদ জমাতিয়া, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং মনোজকান্তি দেব। মঙ্গলবার রাতে রাজ্য অতিথিশালায় দফায় দফায় তিপ্রামথার সাথে আলোচনা চললেও চুড়ান্তভাবে কিছু সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে তা চুড়ান্ত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *