August 2, 2025

বিজেপির ঘরে প্রদ্যুতের সার্জিক্যাল স্ট্রাইক!!!

 বিজেপির ঘরে প্রদ্যুতের সার্জিক্যাল স্ট্রাইক!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আমবাসা।। ধলাই জেলাতে বিজেপি দলে বড় ধরনের ভাঙ্গন ঘটালে তিপ্রামথা। বিজেপি দলের ধলাই জেলার জনজাতি নেতা, জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা এম ডি সি হংস কুমার ত্রিপুরা মঙ্গলবার বিজেপি ছেড়ে তিপ্রামথায় যোগ দিয়েছেন। এদিন ছামনুর মানিকপুর বাজারে তিপ্রামথা আয়োজিত সভায় হংস কুমার ত্রিপুরাকে দলের পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেয় দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

সভায় উপস্থিত ছিলেন, দলের সভাপতি বিজয় কুমার রাংখল,অনিমেষ দেববর্মা,জগদিশ দেববর্মা, প্রেমকুমার মলসমরা। জানা গেছে, এদিন হংস কুমার ত্রিপুরার নেতৃত্বে প্রায় ছয় হাজারের ওপর বিজেপি দলের ভোটার যোগ দিয়েছে তিপ্রামথা দলে।

৪৮ করমছড়া এবং ৪৯ ছামনু দুটি বিধানসভা এলাকার জনজাতি অংশের ভোটাররাই হংস কুমার ত্রিপুরার সাথে বিজেপি দল ছেড়ে মথায় সামিল হয়েছে। স্বাভাবিক ভাবেই বিজেপির চিন্তা আরও বাড়লো। শুধু তাই নয়, বিজেপির জনজাতি মোর্চার সাংগঠনিক কাজকর্ম নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *