November 1, 2025

বিকশিত বিহারের ঢালাও দিয়ে এনডিএর সংকল্প প্রতিশ্রুতি এ পত্র প্রকাশ!!

 বিকশিত বিহারের ঢালাও দিয়ে এনডিএর সংকল্প প্রতিশ্রুতি এ পত্র প্রকাশ!!

অনলাইন প্রতিনিধি :-২৪৩ আসনের বিহার বিধানসভার প্রথম দফায় ১২১ টি আসনের জন্য ভোট গ্রহণ হবে আগামী ৬ নভেম্বর। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে গত দুই দিন ধরে বিহারের আকাশও মেঘলা হয়ে আছে, থেমে থেমে হাল্কা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে। কিন্তু তার মধ্যেও থেমে নেই রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচি। শুক্রবার হাল্কা বৃষ্টির মধ্যেই রাজধানী পাটনার একটি বেসরকারী তারকা হোটেলে সংকল্প পত্র (ইস্তেহার) প্রকাশ করলো এনডিএ। আর ভোটের মুখে প্রকাশিত সংকল্প পত্রে রয়েছে ঢালাও প্রতিশ্রুতি।এককথায় বিহারবাসীকে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী ও হিন্দুস্তান আওয়াম মোর্চা (সেকুলার) -এর প্রধান জিতন রাম মাঁঝি, কেন্দ্রীয় মন্ত্রী ও লোকজনশক্তি পার্টি (রামবিলাস)- এর প্রধান চিরাগ পাসোয়ান, রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিহারের বিজেপি প্রভারি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ এনডিএ জোটের অন্যান্য দলের রাজ্য নেতারা। জোটের সব দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন সকালে সংকল্প পত্র প্রকাশ করা হয়।

কী নেই এনডিএ জোটের সংকল্প পত্রে। ৫ বছরে ১ কোটির বেশি সরকারী চাকরি কিংবা রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।দক্ষতা-ভিত্তিক কর্মসংস্থান প্রদানের জন্য একটি স্কিল সেন্সাস পরিচালনা করা এবং প্রতিটি জেলায় মেগা স্কিল সেন্টার স্থাপন করে বিহারকে একটি ‘গ্লোবাল স্কিল ট্রেনিং’ সেন্টারে পরিণত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র মাধ্যমে মহিলাদের সমৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা বাড়াতে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছে।
‘কপূরী ঠাকুর কিষান সম্মান নিধি’র অধীনে কৃষকদের বার্ষিক ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জেলেদের সহায়তা ৪,৫০০ টাকা বাড়িয়ে ৯০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।পাটনা ছাড়াও বিহারের আরও ৪ টি শহরে মেট্রো ট্রেন পরিষেবা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে।১০ টি নতুন শিল্প পার্ক খোলা হবে এবং ৫ বছরে ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছে। কৃষি অবকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিহারের পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া এবং ভাগলপুর- এই ৪টি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর, ৭টি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ৩,৬০০ কিলোমিটার রেলপথ আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ। বিহারে স্পোর্টস সিটি এবং অন্যান্য বিভাগে ক্রীড়া উন্নয়নে বেশ কয়েকটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এনডিএ পুনরায় ক্ষমতায় ফিরলে বিহারে কমপক্ষে ১০০ টি এমএসএমআইপার্ক এবং ৫০ লক্ষ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি, দিয়েছে। ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ। কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ। সকল ফসলের জন্য এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) নিশ্চিত করার পাশাপাশি কিষান সম্মান নিধি ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে।এছাড়াও এনডিএর সংকল্প পত্রে আগামী ৫ বছরে বিহারকে বন্যামুক্ত বিহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পিছিয়েপড়া শ্রেনীর জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে। সীতামারি জেলায় দেবী সীতার জন্মস্থানকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরী নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। ৬৭ একর জমির উপর নির্মিত এই মন্দিরটি উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে। সংকল্প পত্রে এনডিএ প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে সীতামারিতে মা জানকির পবিত্র জন্মস্থানকে * ‘সীতাপুরম’ নামে একটি বিশ্বমানের আধ্যাত্মিক নগরীতে রূপান্তরিত করা হবে। প্রসঙ্গত, উল্লেখ্য, চলতি বছরের গত জুলাই মাসে বিহার মন্ত্রিসভা সীতা মায়ের মন্দির কমপ্লেক্সের উন্নয়নের জন্য ৮৮২.৮৭ কোটি টাকা অনুমোদন করেছে। এছাড়াও ‘মেড ইণবিহার’ প্রকল্পের মাধ্যমে কৃষি রপ্তানি দ্বিগুণ করা, বিহারে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন, উচ্চশিক্ষা গ্রহণকারী তপশিলি অংশের ছাত্রছাত্রীদের এককালীন ২০০০ টাকা * সহায়তা প্রদান করা, বিহারে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত * করা, ইত্যাদি আরও নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। বিশেষ করে মহিলা ক্ষমতায়ন প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছে বেশি।৬৯ পাতার সংকল্প পত্রে রয়েছে আরও অনেক চমকপ্রদ প্রতিশ্রুতি। এককথায় একেবারে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।নাম দেওয়া হয়েছে ‘বিকশিত বিহারের জন্য এনডিএর সংকল্প পত্র।
এদিন এনডিএ জোটের সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা কিংবা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেউই কোনও কথা বলেননি। পরে অবশ্য সাংবাদিকদের সাথে কথা বলেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী। তিনি বলেন, ‘মেড ইন বিহার’ এটাকে সামনে রেখেই এনডিএ জোটের সংকল্প পত্র তৈরি করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে অত্যন্ত অনগ্রসর শ্রেনীর আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের উপর। বিহারে এটা খুবই জরুরি। তিনি বলেন, ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সভাপতিত্বে আমরা একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবো। এই কমিটি অত্যন্ত অনগ্রসর শ্রেনীর বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক অবস্থা মূল্যায়ন করবে এবং এই সম্প্রদায়গুলির উন্নতির জন্য সরকারকে পরামর্শ দেবে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী বিরোধী মহাজোটের দেওয়া প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন।
তিনি বলেন, মহাজোট যে প্রতিশ্রুতি দিয়েছে তা এককথায় অবাস্তব এবং অবিশ্বাস্য। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারী চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তেজস্বীর এই ঘোষণাকে অবাস্তব বলে আখ্যায়িত করেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন, বিহারবাসী এত বোকা নয়, কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব তা বোঝার ক্ষমতা রয়েছে বিহারের জনগণের।তিনি বলেন,বিহার থেকে প্রতিবছর বহু সংখ্যক পরিযায়ী শ্রমিক কাজ করতে অন্য রাজ্যে চলে যান।
এনডিএ ফের ক্ষমতায় এলে বিহারের প্রতিটি যুবক যুবতীকে দক্ষতাভিত্তিক কর্মসংস্থান প্রদানের ব্যবস্থা করবে এবং এর জন্য একটি দক্ষতা আদমশুমারি
পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, বিহারের সমস্তস্তরের মানুষের কথা চিন্তা করে, সমস্ত স্তরের মানুষের কল্যাণ এবং বিহারের সার্বিক উন্নয়নের বিষয়টি ভাবনাতে রেখেই এই সংকল্প পত্র তৈরি করা হয়েছে। এদিন তিনি, আরও দৃঢ়তার সাথে এবং গতবারের চাইতে আরও বেশি আসন নিয়ে বিহারে পুনরায় এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন। তার দৃঢ় বিশ্বাস, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার যেভাবে বিহারের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং বিহারের জঙ্গলরাজ খতম করে দিয়েছে, তাতে বিহারের সমস্ত স্তরের মানুষ খুশি।তাই বিহারবাসী পুনরায় এনডিএ-কে ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করবে এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *