বাস থেকে নামিয়ে খুন ৯ জন যাত্রীকে!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল বাসটি। বাস থেকে ৯ জন যাত্রীকে নামিয়ে নিকটবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রাতভর অভিযান চালিয়ে নিহতদের দেহ উদ্ধার করে প্রশাসন। এক সরকারি আধিকারিক নাভিদ আলম জানিয়েছেন, ন’জনের শরীরেই বুলেটের ক্ষত রয়েছে। শুক্রবার জানিয়েছে বালোচিস্তানের প্রাদেশিক সরকার।