August 10, 2025

বারাণসীতে মন্দিরে আগুন, আহত প্রধান পুরোহিত-সহ ৭জন!!

 বারাণসীতে মন্দিরে আগুন, আহত প্রধান পুরোহিত-সহ ৭জন!!

অনলাইন প্রতিনিধি :- বারাণসীর এক মন্দিরে আরতি চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত হয় মন্দিরের প্রধান পুরোহিত-সহ মোট ৭জন।
শনিবার রাতে শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। চলতি বছরে মন্দিরের গর্ভগৃহে তুলো দিয়ে অমরনাথের শিব বানানো হয়েছিল। আরতির সময়ে কোনও ভাবে প্রদীপ থেকে আগুনের ফুলকি পড়ে, যা থেকেই আগুন লেগে যায় মন্দিরে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গর্ভগৃহে। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় কবীর চৌরাহা বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সকলকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মন্দিরটি একটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়।মন্দিরের প্রধান পুরোহিতের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *