স্বদেশি ৪জি (৫জি প্রস্তুত) নেটওয়ার্ক উদ্বোধন,মোহনপুরে আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে বিপ্লব, রাজীব, রতন!!
বাম আইনজীবীদের মামলা খারিজ!

দৈনিক সংবাদ অনলাইন।। ত্রিপুরা হাইকোর্ট বার এসোর নির্বাচনে রাজ্যের এডভোকেট জেনারেলের ভোটাধিকারকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। ফলে ত্রিপুরা হাইকোর্ট বার এসোর নির্বাচনে এডভোকেট জেনারেল তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাঁর ভোটাধিকার নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলো বামপন্থী আইনজীবী সংগঠনের পক্ষে। এডভোকেট জেনারেলের পক্ষে মামলা লড়েন আইনজীবী শংকর লোধ।
