August 3, 2025

বাতিল হচ্ছে বিধায়ক পদ!!

 বাতিল হচ্ছে বিধায়ক পদ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। দীর্ঘ দিন রহস্যজনক ভাবে ঝুলে থাকার পর অবশেষে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মার বিধায়ক পদ বাতিল হচ্ছে। এমনটাই ইঙ্গিত পাওয়া গেল সোমবার অধ্যক্ষের কথায়। সোমবার শেষ সুযোগ দেয়া হয়েছিল বৃষকেতু দেব্বর্মাকে। কিন্তু তিনি সোমবারও স্ব- শরীরে হাজির হননি। বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ বাতিল করার আবেদন জানিয়েছিলেন আইপিএফটি দলের সভাপতি এন সি দেববর্মা। শারীরিক অসুস্থতার জন্য সোমবার তিনি উপস্থিত হতে না পারলেও, তাঁর হয়ে আইনজীবী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, বৃষকেতু অধ্যায় সমাপ্ত। আগামীকাল সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে জানিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *