August 2, 2025

বাইজাল বাড়িতে মথার বিক্ষোভ!

 বাইজাল বাড়িতে মথার বিক্ষোভ!

অনলাইন প্রতিনিধি :-পদ্মবিল ব্লক আধিকারিক এর উপর ক্ষুব্ধ হয়ে রামচন্দ্র ঘাট এলাকার মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে খোয়াই আগরতলা সড়কের বাইজাল বাড়িতে বিক্ষোভে শামিল হয় শুক্রবার।দীর্ঘ ৫ ঘন্টা ধরে রাস্তা বন্ধ হয়ে থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা খোলার বিষয়ে তেমন কোনো উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দেয়। শুক্রবার সকাল আটটা থেকে রাস্তা বন্ধ হয়ে থাকার কারণে কমলপুর, আমবাসা, কৈলাসহর এবং খোয়াই এর সমস্ত যাত্রীবাহী বাস আটকে পড়ে। অন্যদিকে আগরতলা থেকে আসা যাত্রী বাহী গাড়িগুলিও এই রাস্তা অবরোধের কারণে আটকে থাকে।

দীর্ঘ সময় ধরে রাস্তার বন্ধ থাকার কারণে শুরু হয় যাত্রীদের মধ্যে প্রচন্ড দুর্ভোগ।বিক্ষোভের বিষয়ে রামচন্দ্র ঘাট বিধানসভার মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজেই জানিয়েছেন,পদ্মবিল ব্লকের বিভিন্ন সরকারি অনুষ্ঠানগুলোতে স্থানীয় বিধায়ক এবং এমডিসিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ব্লক কার্যালয়কে এক প্রকার শাসকদলের দলীয় পার্টি অফিসে পরিণত করা হয়েছে। ব্লক আধিকারিক দলীয় নারী নেত্রীর ভূমিকা পালন করছেন।সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়ককে আমন্ত্রণ না জানানো মানে অপমান করা।আর এ বিষয়টি নিয়ে তিনি প্রদ্যোত কিশোরের সঙ্গেও নাকি মত বিনিময় করেছেন। এবং উনার সম্মতিক্রমেই এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বলে জানান বিধায়ক রঞ্জিত দেব্বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *