August 3, 2025

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, পথে নামলো রাজ্যের মুসলিমরাও!

 বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, পথে নামলো রাজ্যের মুসলিমরাও!

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চরম আকার ধারণ করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার পারদ আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে বিভিন্ন সংগঠন প্রত্যেকদিনই বাংলাদেশের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। বৃহস্পতিবার ভারতবর্ষের সংখ্যালঘু শ্রেণীর লোকেদের নিয়ে গঠিত সংগঠন ত্রিপুরা গাউছিয়া সমিতি বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট বাংলাদেশ সহকারি হাইকমিশনের উদ্দেশ্যে তিন দফা দাবি সনদ তুলে দেয়।তাদের দাবি গুলি হল,ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টিকরণ দিতে হবে।অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যতন বন্ধ করতে হবে।
ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করতে হবে।
এ দাবি গুলি নিয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন গাউছিয়া সমিতির প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *