August 2, 2025

বাংলাদেশে অপহৃত ভারতীয় নাগরিক!! মুক্তিপন দাবি!!

 বাংলাদেশে অপহৃত ভারতীয় নাগরিক!! মুক্তিপন দাবি!!

অনলাইন প্রতিনিধি :-ইন্টারন্যাশনাল পাসপোর্টে বৈধ ভাবে বাংলাদেশ যাওয়ার পরও এক ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে যায় দুস্কৃতিরা। ভারতীয় নাগরিককে প্রচন্ডভাবে মারধর করে বাংলাদেশী দুস্কৃতিরা। দাবি করা হয় এক লক্ষ টাকা মুক্তিপণ। ঘটনায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে অপহৃত ভারতীয় নাগরিকের পরিবার ও স্ত্রী।
ঘটনার বিবরনে জানা গেছে গত ১৩ সেপ্টেম্বর পাসপোর্টে ভারতীয় নাগরিক চাইলাফ্রু মগ বাংলাদেশে যায়। তার বাড়ি বিলোনিয়া পুরান রাজবাড়ি থানার অধীন রাধানগরে। বিলোনিয়া আমলা পাড়ায় এক বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকেন। তিন সন্তানের দুই সন্তান বিলোনিয়া বিকেআই স্কুলে পড়াশোনা করে। চাইলাফ্রু মগের পাসপোর্ট নাম্বার হচ্ছে ওয়াই ৩৬৪৯৪৩৫। গত ১৩ সেপ্টেম্বর চাইলাফ্রু মগ কুমিল্লায় যায়। আত্মীয় বাড়িতে কয়েকদিন থেকে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের চৌদ্দগ্রামে পৌঁছায়। সেখানেই কয়েকজন যুবক তাকে আটক করে। মারধর শুরু করে। একটি রেস্টুরেন্টের পেছনে তাকে বেঁধে রেখে মুক্তিপন হিসেবে এক লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। খবর পেয়ে স্ত্রী স্বপ্না মগ স্হানীয় পুলিশ ও বিএসএফের কাছে ছুটে যায়। কিন্তু পুলিশ ও বিএসএফের ভূমিকা ন্যাক্কারজনক বলে অভিযোগ করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *