ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
বাংলাদেশি পোশাকসহ ৭ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত !!

অনলাইন প্রতিনিধি :-উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের তৈরি পোশাক ফলমূলসহ অন্তত সাত রকমের পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। এসব পণ্যের মধ্যে আরও কিছু রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের তৈরি ফার্নিচার ইত্যাদি। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি পণ্য ঢুকতে পারবে না। বাংলাদেশ ভারতে যত পণ্য রপ্তানি করত, তার ৯৩ শতাংশই এই বন্দরগুলো দিয়ে পাঠানো হত। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এসব পণ্য এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর কিংবা মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর দিয়ে যেতে পারবে।