বস্তারে মাওবাদীদের আইইডি বিস্ফোরণ,শহিদ জওয়ান; আহত আরও তিন!!

অনলাইন প্রতিনিধি :-ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার বস্তারে ফের মাওবাদী হামলার শিকার হলেন নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান সংলগ্ন ভোপালপট্টনম জঙ্গলে টহল চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরক (আইইডি)-এ পা দিতেই ঘটে বিস্ফোরণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ান দীনেশ নাগ গুরুতর জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাকি তিন জওয়ান আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গলের ভেতর টহল দেওয়ার সময় অসাবধানতাবশত পুঁতে রাখা বিস্ফোরকের উপর পা দেন জওয়ানরা। সঙ্গে সঙ্গেই ঘটে প্রবল বিস্ফোরণ। আহতদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বস্তার অঞ্চল দীর্ঘদিন ধরেই মাওবাদী কার্যকলাপের জন্য কুখ্যাত। সেখানে প্রতিদিন জীবন বাজি রেখে অভিযানে নামছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবারের এই বিস্ফোরণ ফের মনে করিয়ে দিল সেই আশঙ্কার বাস্তব রূপ।