August 2, 2025

বধুবার থেকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু।।

 বধুবার থেকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু।।

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা – মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে বুধবার, চব্বিশ এপ্রিল থেকে।এদিন সকাল দশটা থেকে শুরু হবে মূল্যায়ন। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। এরপর থেকে টানা প্রায় কুড়িদিন এই সময়সূচি মেনে চলবে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন। ইতোমধ্যে মূল্যায়নের কাজে নিয়োজিত প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠক করা হয়েছে পর্ষদের তরফে। পর্ষদের সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী মূল্যায়ন নিয়ে কথা বলেছেন প্রধান পরীক্ষকদের সঙ্গে। দিয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ। বুধবার, চব্বিশ এপ্রিল অবশ্য উত্তরপত্র মূল্যায়নের জন্য সবাই হাজির হবেন না মূল্যায়ন কেন্দ্রে। পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি ও কর্মস্থল যেসব প্রধান পরীক্ষক, সংশোধক এবং পরীক্ষকের তারা চব্বিশ এপ্রিল থেকে মূল্যায়নের কাজ শুরু করবেন।পূর্ব ত্রিপুরা তপশিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে যেসব প্রধান পরীক্ষক, সংশোধক ও পরীক্ষকের বাড়ি অথবা কর্মস্থল তারা আটাশ এপ্রিল থেকে মূল্যায়নের কাজে যোগ দেবেন। এদিকে পর্ষদের একাংশের উদ্যোগে ইতোমধ্যে মূল্যায়ন ঘিরে ঢিলেমি শুরু হয়ে গেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *