বডি বিল্ডিং -এ রীতার ব্রোঞ্জ!!

অনলাইন প্রতিনিধি :-ভুটানে আয়োজিত দক্ষিণ এশিয়ান মহিলা বডি বিল্ডিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে ত্রিপুরার রীতা নাগ ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। শণিবার ৫৫ কেজি বিভাগে রীতা ব্রোঞ্জ পান। এটি রাজ্যের ইতিহাসে বডি বিল্ডিং-এ প্রথম আন্তর্জাতিক পদক। ভুটান থেকে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটন্যাস এসোসিয়েশনের সভাপতি তনয় দাস এখবর জানান।