August 3, 2025

‘ফ্রিডম রাইডার বাইকার র‍্যালি’

 ‘ফ্রিডম রাইডার বাইকার র‍্যালি’

দিল্লি থেকে রওনা হওয়া ‘ফ্রিডম রাইডার বাইকার র‍্যালি’টি রবিবার দুপুরে প্রবেশ করলো ত্রিপুরায়। তাদেরকে স্বাগত জানানো হলো উত্তর জেলা যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের উদ্যোগে। প্রসঙ্গত স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই বাইক র‍্যালি’টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ‘ফ্রিডম রাইডার বাইকার র‍্যালি’-র উদ্বোধন করেছিলেন।

৯ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করা র‍্যালিটি হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লে লাদাখ , গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, হিমাচল সহ এখন পর্যন্ত মোট ১৭ টি রাজ্য অতিক্রম করে রবিবার মিজোরামের আইজল থেকে উত্তর ত্রিপুরার দামছড়া দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। রাজ্যে আসা বাইক রাইডাররা জানান দিল্লি থেকে তারা মোট ৭৫ জন রওনা দিয়েছেন। তাদের লক্ষ্য স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ জন বাইক আরোহী ৭৫ দিনে দেশের ছয়টি আন্তর্জাতিক সীমানা সহ ৩৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করবে । আগামি ২৪ নভেম্বর নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের সম্মুখে তাদের র‍্যালির সমাপ্তি ঘটবে। বাইক রাইডারদের মধ্যে কয়েক জন ছিলেন ষাটোর্ধ। মহিলা ছিলেন ১০ জন। সোমবার দুপুরে তারা আগরতলায় পৌঁছেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *