August 2, 2025

ফের শহরে মহিলার সম্ভ্রম হানির প্রয়াস! আটক অটোচালক!!!

 ফের শহরে মহিলার সম্ভ্রম হানির প্রয়াস! আটক অটোচালক!!!

অনলাইন প্রতিনিধি || রাজধানীর বড়দোয়ালি চৌধুরী মেইল এর সামনে থেকে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে উঠেন এক মহিলা। অটোতে চালকসহ আরও তিন জন পুরুষ যাত্রী ছিলো। কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন। তাতেই ওই মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে বারবার অটো থামাতে বললেও অটোর চালক অটো না থামিয়ে চলতে থাকে। অটো যখন থামাচ্ছিল না, তখন মহিলা অটো থেকে লাফ দিয়ে নেমে যায়। এতে মহিলা অল্প বিস্তর আহত হলেও, সেদিকে খেয়াল না করে মহিলা পিছনে দ্রুত হাঁটা শুরু করে। কিন্তু ওই অটোচালক পুনরায় অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। এমনকি অটোতে থাকা বাকি পুরুষ যাত্রীরাও মহিলাকে অটোতে উঠার জন্য ডাকতে থাকে। কিন্তু মহিলা ভয়ে আর অটোতে উঠেনি। হতবিহ্বল মহিলাকে দেখে ওই এলাকার অন্য গাড়ির চালকরা তাকে থানাতে যেতে বলে। কিন্তু মহিলা একা থাকায় সেদিন আর থানায় যায়নি। পরদিন মহিলা থানাতে এসে অটো চালকের বিরুদ্ধে মামলা করেন। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। বুধবার অরুন্ধতী নগর ফাঁড়ির পুলিশ ওই অটোচালকে আটক করে। ধৃত অটোচালকের নাম গৌড়চান দেবনাথ, বাড়ি ক্যাম্পেরবাজার এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *