August 5, 2025

ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব!!

 ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, তেলিয়ামুড়া।। রাজ্যে ফের প্রত্যন্ত এলাকা গুলিতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ম্যালেরিয়ার দাপাদাপিতে প্রত্যন্ত এলাকার জনগণ অতিষ্ঠ। এমনই এক এলাকা মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তরের অধীন তুই করমা এডিসি ভিলেজের তীর্থ মনি রিয়াং পাড়াতে।
জানা গেছে, তীর্থ মনি রিয়াং পাড়ার বাসিন্দা খাঁক চান রিয়াং এর সাত বছরের শিশুকন্যা সমিরুং রিয়াং ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। পরে আশা কর্মীরা সমিরুং রিয়াং এর রক্তের নমুনা পরীক্ষা করে প্রথমে মুঙ্গিয়াকামি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

কিন্তু ম্যালেরিয়া রোগের অবস্থা বেগতিক বুঝে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতেলেই চিকিৎসাধীন। এদিক, সমিরুং এর পরিবারের লোকজনরা জানায়, তীর্থ মনি রিয়াং পাড়া এলাকায় প্রতিটি ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অথচ স্থানীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এলাকায় কোন স্বাস্থ্য শিবির এখন পর্যন্ত হয়নি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *