ফের বোমাতঙ্ক! রাজধানীর ৫০টিরও বেশি স্কুলে হুমকি ইমেল, আতঙ্কে অভিভাবক ও পড়ুয়ারা

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালেই ফের চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। রাজধানীর ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। হুমকি মেল আসতেই আতঙ্কে ভরপুর হয়ে ওঠে স্কুল চত্বর। দ্রুত শিক্ষার্থীদের বের করে আনা হয় এবং স্কুল ভবনে শুরু হয় তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত কোনও স্কুল থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে পুরো বিষয়টিকে নিছক ভুয়ো বলে উড়িয়ে দিতে নারাজ পুলিশ। বোম স্কোয়াড ও সাইবার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে দিল্লির ৩২টি স্কুলে একই ধরনের হুমকি ইমেল গিয়েছিল। সেই ঘটনায় ‘দ্য টেরবাইজার্স ১১১’ নামে একটি গ্রুপ নিজেদের নাম উল্লেখ করে ৫ হাজার মার্কিন ডলার (ক্রিপ্টোকারেন্সিতে) দাবি করেছিল। দাবি পূরণ না হলে বোমা বিস্ফোরণ এবং স্কুলগুলির আইটি সিস্টেম হ্যাক করার হুমকি দেওয়া হয়েছিল।
পুলিশ এখন খতিয়ে দেখছে, বুধবারের হুমকি কি ওই একই গ্রুপের কাজ নাকি অন্য কেউ এর সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই একাধিক ইমেল আইডি ট্র্যাক করার কাজ শুরু করেছে তদন্তকারীরা।
এদিকে হঠাৎ করে স্কুলে হুমকি মেল পৌঁছনোর খবরে অভিভাবক মহলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই ছুটে গিয়েছেন সন্তানদের নিতে। অভিভাবকদের দাবি, স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিতে হবে।
ফিলহাল দিল্লি পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিশেষ সতর্কতা জারি করেছে এবং অভিভাবক ও সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে।