ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের রাস্তা। জলের স্রোতে রাস্তার একটি বড় অংশ ভেঙে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাংকেলান এবং ফিডাংয়ের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা । ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক ।ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে ।