August 1, 2025

ফের দল পরিবর্তন করে কংগ্রেসে যাচ্ছেন দিবাচন্দ্র!!

 ফের দল পরিবর্তন করে কংগ্রেসে যাচ্ছেন দিবাচন্দ্র!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ফের দল পরিবর্তন করে কংগ্রেস দলে সামিল হতে যাচ্ছেন করমছড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী বিধায়ক দিবাচন্দ্র রাংখল। সেই লক্ষ্য প্রত্যাশিত ভাবেই বুধবার তিনি বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। অধক্ষ্য রতন চক্রবর্তী না থাকায় বুধবার সকালে তিনি বিধানসভার সচিবের কাছে পদত্যাগ পত্র তুলে দেন। তার সাথে ছিলেন, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশিস কুমার সাহা, বাপ্টু চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। সুদীপ বর্মন গোষ্ঠীর এই প্রাক্তন বিধায়ক ২০২৩ সালে বিজেপি দল থেকে আর টিকিট পেতেন না, এটা এক প্রকার নিশ্চিতই ছিল।

কেননা, বিজেপি দলে থাকা কালীন সময়ে তিনি সুদীপ বর্মন গোষ্ঠীর হয়ে দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিজেপি থেকেই দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে দেখা করে এসেছেন। বিজেপির বিধায়ক থাকা সত্বেও তিনি কংগ্রেস এবং সুদীপ বর্মন গোষ্ঠীর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেক আগেই তার বিজেপি দল ও বিধায়ক পদ ছাড়ার কথা ছিলো। শেষ পর্যন্ত বুধবার একেবারে নির্বাচনের দোর গোড়ায় এসে সেই কাজটাই করেছেন, যেটা আরও আগে করার কথা ছিলো। এখন কংগ্রেস দল থেকে পুনরায় ২০২৩ বিধানসভা নির্বাচনে নিজের টিকিট পাওয়াটা নিশ্চিত করলেন। এমনটাই মনে করছে রাজ্য রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *