August 5, 2025

ফের চাকরি বন্টনে অনিয়মের অভিযোগ!!

 ফের চাকরি বন্টনে অনিয়মের অভিযোগ!!

অনলাইন প্রতিনিধিঃ- ঋষ্যমুখ ব্লক এলাকায় রতনপুর এ ডি সি ভিলেজের বৃন্দমাটিলা অঙ্গণওয়াড়ি কেন্দ্রের চাকুরী বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে এলাকার জনগন তালা দিলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানাগেছে, দীর্ঘ বছর ধরে দিদিমণি হিসাবে এই কেন্দ্রে কাজ করেছেন ওই এলাকার বাসিন্দা অরুনমালা ত্রিপুরা। গত আট মাস আগে তিনি প্রয়াত হয়েছেন। অরুণ মালা ত্রিপুরার মৃত্যুর পর এলাকার শাসক দলীয় নেতৃত্বরা এবং বি এ সি’র চেয়ারম্যান আলোচনার মাধ্যমে রেজ্যুলেশন নিয়ে অস্থায়ী ভাবে নিয়োগ করেন হ মৃত অরুণ মালা ত্রিপুরার পুত্র বধূ দিনু মালা ত্রিপুরাকে। আটমাস ধরে দিনুমালা ত্রিপুরা বৃন্দমা টিলা অঙ্গনোয়াড়ি সেন্টারে কাজ করে আসছে। এইদিকে দপ্তর থেকে এই কেন্দ্রে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত জুন মাসের ১৩ তারিখ এই কেন্দ্রের দিদিমণি পদে দিনু মালা ত্রিপুরা ইন্টারভিউ দেন। এই পদের জন্য একই গ্রামের আরেকজন যমুনা ত্রিপুরাও ইন্টারভিউ দেন। সবাই জানে এই কেন্দ্রে দিনু মালা ত্রিপুরা চাকুরী পাবে। কিন্ত গত ৮ আগস্ট দপ্তর থেকে অফার দেওয়া হয় যমুনা ত্রিপুরাকে। দিনু মালা ত্রিপুরাকে এই পদে নিয়োগ করা হয় নি। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *