August 1, 2025

ফুল ঝাড়ু, চাহিদার তুলনায় জোগান কম!!

 ফুল ঝাড়ু, চাহিদার তুলনায় জোগান কম!!

অনলাইন প্রতিনিধি :-মানুষের প্রতিদিনকার জীবনের একটা অন্যতম ব্যবহার যোগ্য উপাদান হচ্ছে ফুলঝাড়ু। অনন্তকাল ধরে ব্যবহৃত হতে চলা এই অর্জুন ফুলের ঝাড়ু রাজ্যের যে কয়েকটা প্রান্তে উৎপাদন হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত আঠারমুড়া পাহাড়ের ৪৩ মাইলসহ বিস্তীর্ণ এলাকা। এটি প্রাকৃতিক সম্পদ। পাহাড়ে জঙ্গলেই বেড়ে উঠে অর্জুন ফুলের গাছ। যা বাড়ি ঘরে ঝাড়ু হিসাবে ব্যবহার করা হয়। পাহাড়ে বসবাসকারী জনজাতিদের জীবন জীবিকার অন্যতম উপাদান এই অর্জুন ফুলের ঝাড়ু। জনজাতিরা ঘন জঙ্গল থেকে এই ফুল ঝাড়ু সংগ্রহ করে বাজারজাত করে। তেলিয়ামুড়া এবং তার আশপাশের বিভিন্ন বাজার ছাড়াও জাতীয় সড়কের পাশেও চোখে পড়ে ফুল ঝাড়ু। তবে চাহিদার তুলনায় এখন জোগান অনেক কম। পাহাড়ে জুম চাষের কারণে অর্জুন ফুলের জোগান ক্রমশ কমে যাচ্ছে। ফলে বাজার এখন দখল নিয়েছে প্লাস্টিকের তৈরি ঝাড়ু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *