January 10, 2026

পড়ুয়াদের দিয়ে শরীর মর্দন,কাজ করান প্রধান শিক্ষক!!

 পড়ুয়াদের দিয়ে শরীর মর্দন,কাজ করান প্রধান শিক্ষক!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ, তালাবন্দি শিক্ষিকা! সাব্রুমের সাতচাঁদ ব্লকের অন্তর্গত দুর্গানগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠলো। ক্ষুব্দ অভিভাবকরা বিদ্যালয়ের অপর একজন শিক্ষিকাকে ক্লাস রুমে বন্দি করে বিক্ষোভ শুরু করেছে। অভিযোক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের প্রতি প্রতিনিয়ত অভাব্য আচরণ করেন। স্কুলের পাশে থাকা তার নিজের রাবার বাগানে স্ক্রেপ সংগ্রহ করায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে। এমনকি অবসর সময়ে শরীরের ক্লান্তি দূর করার জন্য ছাত্রদের দিয়ে শরীর ম্যাসেজ করান। এমন আরও একাধিক অভিযোগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক জার্নাং মগ এবং আটকে রাখা শিক্ষিকাকে মুক্ত করেন এবং অভিভাবকদের আশ্বস্ত করেন এই ব্যপারে ব্যবস্হা নেবেন বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *