August 3, 2025

প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত!!

 প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত হলেন অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। ২ রা ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। অযোধ্যায়তেই একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার উন্নতি না হলে থেকে পরদিন আশঙ্কাজনক অবস্থায় এসজিপিজিআই-তে আনা হয় উনাকে। উন্নত চিকিৎসার জন্য নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল উনার । গত ৪ ফেব্রুয়ারি উনাকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যার্থ করে দিয়ে বুধবার লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে বয়স হয়েছিল ৮৫ বছর। বৃহস্পতিবার সরযূ নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। রামমন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *