প্রয়াত বিজ্ঞান জাদুঘরের পুরোধা সরোজ ঘোষ!!

 প্রয়াত বিজ্ঞান জাদুঘরের পুরোধা সরোজ ঘোষ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিজ্ঞান জাদুঘর আন্দোলনের বিশিষ্ট মুখ সরোজ ঘোষ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। আমেরিকার সিয়‍্যাটলে শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সরোজের ইচ্ছানুসারে, তাঁর দেহ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে রাখা হবে।সেখানে বিজ্ঞান গবেষণার কাজের জন্য তাঁর দেহ দেওয়া হয়েছে। সরোজ এনসিএসএম-এর প্রতিষ্ঠাতাও পরিচালক ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। পদ্মভূষণ’ সরোজ ঘোষ প্যারিসের ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়মস এরও সভাপতি ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষাবিদ ছিলেন। অবসরের পর দীর্ঘদিন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছেন জাদুঘর উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং বিজ্ঞান সংযোগ কৌশল নিয়ে। এনসিএসএম থেকে অবসরের পরে কলকাতার টাউন হল মিউজিয়ম, দিল্লির পার্লামেন্ট মিউজিয়ম, রাষ্ট্রপতি ভবন মিউজিয়ম থেকে আমদাবাদের গুজরাত সায়েন্স সিটির বিকাশে সরোজের অবদান গুরুত্বপূর্ণ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.