August 2, 2025

প্রিবোর্ড পরীক্ষা ডিসেম্বরের শেষে

 প্রিবোর্ড পরীক্ষা ডিসেম্বরের শেষে

রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে প্রিবোর্ড পরীক্ষা হবে ডিসেম্বর মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে। চলবে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক পর্যন্ত। চলতি সপ্তাহের মধ্যে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে এই খবর। সূত্রের বক্তব্য, রাজ্য সরকারের আওতাধীন ও সরকারের অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে রাজ্য সরকার নির্ধারিত প্রিবোর্ডের পরীক্ষা সূচি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সহ অন্য যে কোনও পর্ষদের আওতাধীন রাজ্য সরকারী ও সরকারের অনুদানে চলা বিদ্যালয়ের ক্ষেত্রে কার্যকর হবে রাজ্য সরকার ঘোষিত প্রিবোর্ডের পরীক্ষাসূচি।
প্রাপ্ত খবর অনুসারে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রিবোর্ডের সূচি এখনও তৈরি হয়নি। তবে পরীক্ষা শুরু ও শেষের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সোমবারের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে প্রিবোর্ডের চূড়ান্ত পরীক্ষাসূচি। ডিসেম্বর ২১ অথবা ২২ তারিখকে মাথায় রেখে প্রিবোর্ডের পরীক্ষা সূচি শুরু করার পরিকল্পনা করা হয়েছে। সেই ক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্র্যাকটিকেল তথা হাতে কলমে পরীক্ষা সুচারুভাবে শেষ করা যাবে। রাজ্যের মাধ্যমিক তথা দশম এবং উচ্চ মাধ্যমিক তথা দ্বাদশ স্তরের প্রায় এক হাজার বিদ্যালয়ে সরকারী সূচি মেনে প্রিবোর্ড পরীক্ষা হবে। এককালে টেস্ট পরীক্ষা হিসাবে পরিচিত এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ মিলবে। সোজা কথায় প্রিবোর্ড পরীক্ষায় উত্তীর্ণরাই বসতে পারবে চূড়ান্ত স্তরের পরীক্ষায়। রাজ্য বিদ্যালয় শিক্ষা প্রশাসনের তরফে প্রিবোর্ড পরীক্ষা নিয়ে জোর প্রস্তুতি চলছে বলে খবর। চলছে প্রশ্নপত্র তৈরি থেকে ছাপা সহ আনুষঙ্গিক অন্যান্য কাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *