প্রিন্ট মিডিয়ার প্রচার সংখ্যা বেড়েছে: এবিসি!!

অনলাইন প্রতিনিধি :- দেশে প্রিন্ট মিডিয়ার প্রচার সংখ্যা বেড়েছে।অর্থাৎ পাঠকরা প্রিন্ট মিডিয়ার উপর এখনও আস্থা রাখছে। অডিট ব্যুরো অব সারকুলেশন (এবিসি) এক প্রেস রিলিজ জারি করে এই তথ্য জানিয়ে বলেছে, চলতি বছরের জানুয়ারী থেকে জুনমাসের তথ্য বলছে। এই সময়ে সারা দেশে দৈনিক সংবাদপত্রগুলির প্রচার সংখ্যা বেড়েছে। এই সময়ে গড়ে দৈনিক পত্রিকা বিক্রি হয়েছে, ২,৯৭৪৪১৪৮টি। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বরে যে সংখ্যাটি ছিল ২৮৯৪১৮৭৬টি।বৃদ্ধির হার ২.৭৭% (৮০২২৭২কপি)।প্রিন্টিং মিডিয়ার ক্ষেত্রে যা এক সুখের খবর বলে মনে করে এবিসি। এবিসি বলেছে, পাঠকরা আজও প্রিন্ট মিডিয়াকে বিশ্বাস করে। প্রিন্ট মিডিয়ার প্রতি পাঠকদের আজও ভরসা রয়েছে।
উল্লেখ, বর্তমান সময়ে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল নানা প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার দাপাদাপির সময় প্রিন্ট মিডিয়ার প্রচার সংখ্যা বাড়ার ঘটনা নিসন্দেহে এক উল্লেখযোগ্য বিষয়।