August 1, 2025

প্রার্থনা চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ শিশু!!

 প্রার্থনা চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ শিশু!!

অনলাইন প্রতিনিধি :- প্রার্থনার জন্য লাইনে দাঁড়াতে যাচ্ছিল ৷ সেই সময়ই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের ছাদ ৷ যার জেরে মৃত্যু হয় ৪ শিশুর ৷ আহত হয়েছে অন্তত ১৯ জন পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের মনোহর থানা এলাকায় পিপলোদি গ্রামে অবস্থিত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ৷ ভেঙে পড়া ছাদের অংশের মধ্যে চাপা পড়ে রয়েছে অনেক শিশু ৷ তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে ৷ গ্রামবাসী থেকে স্কুলকর্মীরা উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷ ঘটনার বিষয়ে ডাঙ্গিপুরা থানার ইনচার্জ বিজেন্দ্র কুমার বলেন, “ভেঙে পড়া অংশ থেকে সকল শিশুকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ জেলা প্রশাসন, পুলিশ এবং শিক্ষা দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *