August 3, 2025

প্রাক-পুজো সংস্কার কাজ শনিবার বিদ্যুৎ ব্যাঘাত শহরে!!

 প্রাক-পুজো সংস্কার কাজ শনিবার বিদ্যুৎ ব্যাঘাত শহরে!!

অনলাইন প্রতিনিধি :-পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে বরাবরের মতো চলতি ২০২৫ সালে এই সংস্কার শুরু হয়ে গেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে। সংস্কার হবে রবিবার, ৩ আগষ্টও। এ দিন আগরতলা শহরের বিভিন্ন এলাকায় চলবে গাছ কাটা সহ আনুষঙ্গিক নানা কাজ।
আগরতলা শহরের তিনটি বিদ্যুৎ বিভাগেই চলবে এই কাজ। শহরের মূল এলাকা হিসাবে পরিচিত অংশ নিয়ে গঠিত বনমালীপুরস্থিত ১ নম্বর বিভাগের প্রগতি সাবস্টেশনের ৩৩ ভায়া ১১ কিলোভোল্ট এলাকায় কাজ করা হবে রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার ব্যবস্থা করে এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। তবে তারপরও উল্লেখিত
প্রাক পুজো সংস্কার কাজের কারণে আগরতলা শহরের কৃষ্ণনগরের বিভিন্ন এলাকা সহ ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে জানা যায়। ব্যাঘাত ঘটতে পারে রামনগর ৫ থেকে ১০ নম্বর রোড এলাকায়।তাছাড়া চন্দনখলা, বিদুরকর্তা চৌমুহনী, কদমতলি, টিআরটিসি এলাকা সহ জিটি রোড সংলগ্ন এলাকায়।
শহরে ৭৯টিলাস্থিত তিন নম্বর বিভাগ এলাকারও প্রাক পুজো সংস্কার কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই এলাকায় রবিবার মূলত ৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ ব্যবস্থায় কাজ করা হবে বলে খবর। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই কাজ করা হলেও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনও বিপত্তি দেখা দেবে না বলে জানা গেছে।
অন্যদিকে শহরের বড়দোয়ালীস্থিত দুই নম্বর বিভাগ এলাকায় সংস্কার কাজের কারণে বিদ্যুৎ সরবরাহে খবর।রবিবার
বিঘ্নিত হবে বলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রাক পুজো সংস্কার কাজ চলবে এই বিভাগে।জানা গেছে, বিভাগের চারিপাড়া সাবস্টেশনের ৩৩ ভায়া ১১ কিলোভোল্ট ব্যবস্থায় সারাই কাজ। তাতে বালক সংঘ থেকে ত্রিবেণী সংঘ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উল্লেখিত সময়ে। বন্ধ থাকবে ক্যাম্পের বাজার, অরুন্ধতীনগরের ১১ থেকে ১৯নম্বর রোড হয়ে সর্ব ধর্ম মিশন
এলাকায়।পাশাপাশি উত্তরণ সংঘ, গজারিয়া, মুসলিম পাড়া, গোলটিলা,নন্দীটিলা, হারজিৎ সংঘ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে না।চালু থাকবে না হাইরমারা টিলা,বিমলা স্মৃতি সংঘ, দীনদয়াল আশ্রম পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *