August 2, 2025

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু!!

 প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু!!

অনলাইন প্রতিনিধি :-প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি এবং পাশাপাশি বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার রাত থেকে দিল্লিতে টানা বৃষ্টি শুরু হয়, শুক্রবারও অবিরাম বৃষ্টিপাত হয়। সেই সঙ্গে চলে ঝড়। বজ্রপাত ও ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়। ঝড়ের দাপটে মৃত্যু একই পরিবারের ৪ জনের। ঝড় চলাকালীন ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। নিহতদের মধ্যে একজন ২৬ বছর বয়সী । বাকিরা তিন শিশুসন্তান।আবহাওয়া দপ্তর থেকে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে দিল্লি বিমানবন্দরের কাছে একটি ধাতব কাঠামো ভেঙে পড়েছে। শহরের একাধিক এলাকায় গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *