August 2, 2025

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বৈঠক!!

 প্রধানমন্ত্রীর সফর ঘিরে বৈঠক!!

সামনেই ২০২৩ বিধানসভা নির্বাচন। হাতে গোনা আর মাত্র ২ মাস বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হবে ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে শাসকদল বিজেপি। ২০২৩ এর নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচী হাতে নিচ্ছে শাসকদল।
উল্লেখ্য, মহাকরণ সূত্রে খবর আগামী ১৮ ই ডিসেম্বর রাজ্য সফরে আসতে পারেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও ঘোষণা দেওয়া হয়নি।
তবে প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে মঙ্গলবার বিজেপি প্রদেশ কার্য্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য প্রভারি ডঃ মহেন্দ্র সিং সহ অন্যান্য কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *