January 7, 2026

প্রজাতন্ত্র দিবসের দিন কর্তব্যপথে হাঁটবে সেনার সারমেয়রা!!

 প্রজাতন্ত্র দিবসের দিন কর্তব্যপথে হাঁটবে সেনার সারমেয়রা!!

অনলাইন প্রতিনিধি :- দেশের ইতিহাসে এই প্রথম। প্রজাতন্ত্র দিবসের দিন কর্তব্যপথে হাঁটবে সেনার সারমেয়রা। গত কয়েক বছরে ভারতীয় সেনার ‘অন্যতম সঙ্গী’ হয়ে উঠেছে চার পেয়েরা। যার নজির এই সিদ্ধান্ত। সারমেয়দের বাহিনীতে জোর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আগের তুলনায় সেনায় বেড়েছে দেশি কুকুরের সংখ্যা। বেড়েছে অন্যান্য চার পেয়েদের সংখ্যা। এবার সেই সূত্র ধরেই কর্তব্যপথে হাঁটবে ওই সারমেয়রা। তাও আবার প্রজাতন্ত্র দিবসের দিনে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দু’টি ব্যাকট্রিয়ান উট, চারটি জাংস্কার প্রজাতির ঘোড়া, চারটি শিকারি পাখি, দশটি দেশি সেনা-কুকুর। এছাড়াও থাকবে ছয়টি বিদেশি প্রজাতির সেনা-কুকুর। কর্তব্যপথের মার্চে প্রথমেই থাকবে ওই ব্যাকট্রিয়ান উট দু’টি। তবে এই উট কিন্তু রাজস্থানের নয়, লাদাখের। ১৫ হাজার ফুট উচ্চতায় সেনার অন্যতম আস্থাভাজন এই উটগুলি। যা বহন করে সেনার সামগ্রী।উটগুলির ঠিক পিছনেই হাঁটবে লাদাখের বিশেষ ঘোড়া। যার পোশাকি নাম জাংস্কার ঘোড়া। উটগুলির মতো এই সারমেয়রাও সক্ষম ভারী থেকে অতিভারী সেনা সরঞ্জাম বহনে। লাদাখের মতো কম অক্সিজেন সম্পন্ন বায়ুতে নির্দ্বিধায় সেনার সামগ্রী বহন করে এই ঘোড়াগুলি। বর্তমানে পাহাড়ি এলাকায় নজরদারির কাজে এই শিকারি পাখিগুলির ব্যবহার করে থাকে ভারতীয় সেনা তাই প্রজাতন্ত্র দিবসের দিন কুচকাওয়াজে থাকবে সেনার শিকারি পাখিও।
গত কয়েক বছরে সেনাবাহিনীতে নজির গড়েছে প্রশিক্ষণরত দেশি কুকুরগুলি। তাই, বিদেশি জাতের কুকুর ছেড়ে প্রতিরক্ষা মন্ত্রক বাড়তি নজর দিয়েছে দেশি কুকুরের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *