August 3, 2025

প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী!!

 প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে চলমান বিভিন্ন প্রকল্পগুলির কাজকর্ম কীরকম চলছে এ নিয়ে রবিবার রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।দুজনের মধ্যে এদিন ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চর্চা হয়।যতদূর জানা গেছে,কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে দুজনের মধ্যে বিস্তৃত পরিসরে কথাবার্তা হয়।

প্রকল্পগুলির সফল বাস্তবায়নের লক্ষ্যেই এই ধরনের বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।রাজ্যপাল শ্রীরেড্ডি রাজ্যের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো সরকারীভাবে বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল।সম্প্রতি রাজ্যপাল বিভিন্ন জেলা সফর করে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেছেন।তিনি জেলাপর্যায়ে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের চিত্রও বৈঠক করে খতিয়ে দেখেন।প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশিকাও দেন।এদিন রাজভবনে সাক্ষাৎকারকালে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে এ মর্মে কথাবার্তা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। এদিনের বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *