August 2, 2025

প্যালেস কম্পাউণ্ডে নির্মাণ কাজ বন্ধের দাবি প্রদ্যোতের!!

 প্যালেস কম্পাউণ্ডে নির্মাণ কাজ বন্ধের দাবি প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জয়ন্ত প্যালেস কম্পাউণ্ডের মধ্যে পাবলিক
ওয়াশরুম, সেপটিক ট্যাঙ্ক ও জলের ট্যাঙ্কের (আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে) চলমান নির্মাণ কাজ বন্ধ করার জন্য এক চিঠিতে বুধবার অবিলম্বে জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছেন তিপ্ৰা মথার প্রাক্তন প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে পাঠানো এই চিঠিতে উজ্জয়ন্ত প্যালেস কম্পাউণ্ডকে একটি পবিত্র স্থান বলেও উল্লেখ করেছেন প্রাক্তন মথা সুপ্রিমো। চিঠিতে তিনি আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণের মধ্যে একটি পাবলিক ওয়াশরুম, সেপটিক ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক (স্মার্ট সিটি প্রকল্পের অধীনে) নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যেসব স্থানে এগুলির নির্মাণ কাজ চলছে এর ঠিক পাশেই (কয়েক ইঞ্চি পরে) রয়েছে আদিবাসীদের প্রথাগত পুজো, বিশেষ করে খারচি এবং কের পুজোর স্থান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, এই অবস্থায় প্রশাসনের অবহেলায় আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। পদক্ষেপটি কেবল পবিত্র স্থানটির পবিত্রতাকেই ক্ষুণ্ণ করে না বরং প্রজন্মের জন্য সংরক্ষিত সাংস্কৃতিক উত্তরাধিকারকেও অসম্মান করে। তিনি বলেন, প্রাসাদ প্রাঙ্গণে অনুষ্ঠিত খারচি এবং কের পুজোর মতো সমস্ত প্রথাগত ঐতিহ্যবাহী পুজোর সুবিধার্থে এবং ব্যবস্থা করার দায়িত্ব জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের উপরই বর্তায়। এক্ষেত্রে এ ধরনের একটি পবিত্র স্থানে একটি পাবলিক ওয়াশরুম, সেপটিক ট্যাঙ্ক এমনকী পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ শুধুমাত্র এই আচার-অনুষ্ঠানের পবিত্রতাকে ব্যাহত করবে না বরং আমরা যে সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার জন্য চেষ্টা করি তার প্রতিও সংবেদনশীলতা এবং বোঝার অভাব দেখায়। তিনি জানান, এটি বন্ধ করার জন্য এর আগেও গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়েছেন। অথচ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *