প্যারিসে স্বর্ণ জয় নীরজের!!

অনলাইন প্রতিনিধি :- ফের বিশ্বমঞ্চে সাফল্য ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার। প্যারিস ডায়মন্ড লিগে সেই আক্ষেপ দূর হল হরিয়ানার ২৭ বছর বয়সি যুবকের। জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে সোনা জিতলেন নীরজ চোপড়া। প্যারিসে ৯০ মিটারের মাইলফলক স্পর্শ না করতে পারলেও জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলেই সোনা জিতলেন নীরজ। শুক্রবার রাতে তাঁর প্রথম রাউন্ডের ৮৮.১৬ মিটার থ্রো দিয়েই খেতাব জিতলেন নীরজ।