August 1, 2025

পৌষ মেলার প্রস্তুতি বৈঠক!

 পৌষ মেলার প্রস্তুতি বৈঠক!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৪ ও ১৫ ই জানুয়ারি করবুক মহকুমার তীর্থমুখে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে বুধবার তীর্থমুখ মেলার মাঠে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া,টিটিএএডিসির কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, এমডিসি কংজং মগ, মহকুমা শাসক পার্থ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন উপস্থিত ছিলেন।

মেলাকে কিভাবে সার্বিক ভাবে সফল রূপ দেওয়া যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। মেলার বিভিন্ন প্রস্তুতি কাজ গুলো বিভিন্ন দপ্তরের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদের পাশাপাশি জনজাতিদের বিভিন্ন সম্প্রদায়ের সমাজপতিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *